Site icon Jamuna Television

বসিলায় র‍্যাবের অভিযানে জেএমবির শীর্ষ নেতা আটক

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব ২। আটক এমদাদুলকে নেয়া হয়েছে র‍্যাব হেডকোয়ার্টারে।

এ মাসের ২ তারিখে প্রিন্টিং প্রেসের কর্মী পরিচয় দিয়ে মাসিক ১১ হাজার টাকা চুক্তিতে বাসাটি ভাড়া নেয় এমদাদুল। তার কাছে আরও কয়েকজনের যাতায়াত ছিলো বলে জানিয়েছে র‍্যাব। ময়মনসিংহে আটক জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতেই র‍্যাব এই অভিযান চালিয়েছে।

অভিযানে ওই বাসা থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট, কিছু জিহাদি বই, জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

Exit mobile version