Site icon Jamuna Television

নর্থ মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

নর্থ মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নর্থ মেসিডোনিয়ায় একটি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আগুনে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। দগ্ধ অনেকে। বুধবার তেতোভো শহরে হয় এ দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে সূত্রপাত হয় আগুনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভেতরে কোনো বিস্ফোরণের পরই আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

তবে হাসপাতালটিতে ঠিক কতজন রোগী চিকিৎসাধীন ছিল জানা যায়নি। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এনএনআর/

Exit mobile version