Site icon Jamuna Television

আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরু

আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরু

ফাইল ছবি।

গণভবনে শুরু হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। মহামারির বাস্তবতায় প্রায় এক বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সকালে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

স্বাস্থ্যবিধির কারণে মূল কমিটির ৫৩ জন সদস্য সভায় অংশ নিচ্ছেন। এতে অক্টোবর মাস থেকে জোরালোভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হবার পাশাপাশি দলীয় শৃঙ্খলার রক্ষার বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। একই সাথে ওয়ার্ড ও মহানগর এবং জেলা পর্যায়ের কমিটি দ্রুতই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ করার সিদ্ধান্তও আসতে পারে।

এনএনআর/

Exit mobile version