Site icon Jamuna Television

বন্যা পরিস্থিতি: উত্তরে কমলেও মধ্যাঞ্চলে নদীর পানি বিপৎসীমার উপরে

বন্যা পরিস্থিতি: উত্তরে কমলেও মধ্যাঞ্চলে নদীর পানি বিপৎসীমার উপরে

ছবি: সংগৃহীত

উত্তরে কমতে শুরু করলেও মধ্যাঞ্চলের বেশিভাগ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার উপরে। শরীয়তপুরে সুরেশ্বর পয়েন্টে পদ্মা বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপরে বইছে। এতে ৪ উপজেলায় কয়েক হাজার মানুষ জলবন্দি।

সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত কয়েকটি এলাকা। ক্ষতি হচ্ছে বসতঘর আর ফসলের। টাঙ্গাইল, পাবনা, রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নিচু এলাকা প্লাবিত।

তুরাগের জলে গাজীপুরে জলবন্দি দিন কাটছে নিম্নাঞ্চলের মানুষের। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত ৫টি গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে। তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের তীরে প্লাবিত এলাকা থেকে পানি সরেনি।

এনএনআর/

Exit mobile version