Site icon Jamuna Television

‘আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি।

আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ‍্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এ কথা বলেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা। তাই তার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সসদস্য। এসময় গয়েশ্বর আরও বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির যে চেষ্টা তা যেমন যথেষ্ট নয় তেমনি ক্ষমতাসীনদের ইচ্ছার উপরও নির্ভর করতে হচ্ছে।

Exit mobile version