Site icon Jamuna Television

চিনির নতুন দাম নির্ধারণ

এখন থেকে বাজারে খোলা চিনি বিক্রি হবে ৭৪ টাকায় আর প্যাকেটজাত চিনি বিক্রি হবে ৭৫ টাকা কেজি দরে। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চিনির এই দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।

এখন বাজারে খোলা চিনি বিক্রি হয় ৭৮ টাকা কেজি দরে আর প্যাকেটজাত চিনি বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। কয়েকটি পণ্যের আমদানি দাম বেড়ে যাওয়ার অজুহাতে গেল দুই তিনমাস থেকে বাজারে চিনির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

সভায় জানানো হয়, ভোজ্যতেলের দাম নির্ধারণে শীঘ্রই বৈঠক হবে। সভায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ডালের দাম বেড়েছে। আবার পণ্যগুলো কেনার উৎস চেঞ্জ করতে হচ্ছে। যেকারণে এলসি খরচ বেড়েছে। আমদানির ক্ষেত্রেও ব্যয় বেড়েছে। আমদানিকারকদের ওপর সরকারের যথেষ্ট নিয়ন্ত্রণ আছে দাবি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ এম শফিকুজ্জামান।

Exit mobile version