Site icon Jamuna Television

শেষ ম্যাচে টাইগার একাদশে থাকতে পারে বেশ কয়েকটি পরিবর্তন

কিউইদের সাথে শেষ ম্যাচে টাইগার একাদশে থাকতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং স্পিনার নাসুম আহমেদকে। ৩-১ ব্যবধানে ইতোমধ্যে সিরিজ জয় করার সুযোগ নিয়ে স্কোয়াডে থাকা কিন্তু এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া খেলোয়াড়দের দেখা যেতে পারে শেষ ম্যাচে।

বাংলাদেশ সিরিজে প্রথম চার ম্যাচেই খেলিয়েছে অপরিবর্তিত স্কোয়াড। উইনিং কম্বিনেশন বজায় রাখার জন্য একাদশে আসতে পারেননি সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী এবং শরিফুল ইসলাম। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে এই খেলোয়াড়দের সুযোগ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিস সম্পন্ন করা যেতে পারে তাদের।

ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলার সম্ভাবনা কম অলরাউন্ডার সাকিব আল হাসানের। এর সাথে নাসুম, মোস্তাফিজ ও সাইফুদ্দিনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

Exit mobile version