Site icon Jamuna Television

আমরা মিস করবো তামিমকে: প্রধান নির্বাচক

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই স্কোয়াডে নেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আমরা মিস করবো তামিমকে।

তামিমের না থাকার ঘটনাটি অবশ্য পূর্ব ঘোষিত। গত কিছুদিন আগেই ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে তামিম জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।

তামিমকে বিশ্বকাপে না পাওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

স্কোয়াড ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের নান্নু বলেন, আমরা আত্মবিশ্বাসী ছিলাম বিশ্বকাপে তামিমকে পাবো। ওকে না পাওয়াটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা মিস করবো তামিমকে। আমরা আত্মবিশ্বাসী যে ও আবার ফিরে আসবে।

তামিমের না থাকায় ওপেনিংয়ে তৈরি হওয়া শূন্যতা কীভাবে পূরণ করা সম্ভব, সে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, যারা সুযোগ পেয়েছে তারা বিরাট প্লাটফর্মের মধ্যে আছে এবং ভালো করার সামর্থ্য আছে তাদের। বিশ্বকাপে ওপেনার হিসেবে যারা আছে, তারা ভালো করবে বলে আমি আত্মবিশ্বাসী।
 

Exit mobile version