Site icon Jamuna Television

২০ বছর পর শনাক্ত হলো টুইন টাওয়ার হামলায় নিহতের পরিচয়

পরিচয় শনাক্ত হওয়া ডরোথি মরগানের ছবি দেখাচ্ছেন তার পরিবারের সদস্য।

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর পর নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষক।

বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এ দুই ব্যক্তি। যার মধ্যে এক জনের নাম ডরোথি মরগান। এ নিয়ে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার শিকার হওয়াদের মধ্যে মোট ১৬৬৭ জনের পরিচয় মিললো।

এর আগে সব শেষ ২০১৯ সালে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছিলেন চিকিৎসকরা। দু’দশক পর স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছে নিহতের পরিবারের সদস্যরা।

বিজ্ঞানীরা বলছেন, ডিএনএ পরীক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি আগামীতে তাদের পরিচয় বের করতেও কার্যকর ভূমিকা রাখবে এ প্রযুক্তি বলেই আশাবাদ তাদের।

/এসএইচ

Exit mobile version