Site icon Jamuna Television

ফেসবুকে সাকিবের রহস্যময় পোস্ট, তোলপাড় ফেসবুক

সাকিব আল হাসানের ফেসবুক থেকে সংগৃহীত

সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজে চীরচেনা সেই রুপে এখনও দেখা যায়নি তাকে।

চোটের কারণে সিরিজের শেষ ম্যাচও না খেলার কথাও জানিয়েছেন তিনি। ঠিক এরই মধ্যে ফেসবুকের এক পোস্টে ভক্তদের মনে সাড়া ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?

ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা।

অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে  ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২৮ হাজার রিএক্ট জমা পড়েছে ইতোমধ্যে।

Exit mobile version