
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো
এই দলবদলেই য়্যুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। এতে দলের আক্রমণভাগ নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে কোচ ওলে গানার সুলশার-কে। এমনটাই মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ দিমিতোর বার্বাতোভ।
রোনালদোর সাথে এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে ভিড়েছেন জ্যাডোন স্যাঞ্চো। ক্লাবের সাথে আরো এক বছরের চুক্তি বাড়িয়েছেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানিও। আর রাশফোর্ড, মার্শিয়াল, গ্রিনউডরা তো আছেনই। সবমিলিয়ে কঠিন সিদ্ধান্তের মুখেই পড়তে হবে ম্যানইউর কোচকে।
বার্বাতোভ বলেন, খেলোয়াড়দের রোটেশন করানোর দরকার হবে। কিন্ত আমি আশা করছি রোনালদো খেলা শুরু করবেন। বিশেষ করে বড় ম্যাচগুলোতে রোনালদোর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ।
 
				
				
				
 
				
				
			


Leave a reply