Site icon Jamuna Television

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় সে। এ ঘটনায় আজ শুক্রবার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় সিএমএইচ-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১১ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলো সে।

শান্ত’র বন্ধুরা জানায়, ইসিবি চত্বরে রাস্তা পার হবার সময় তাকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। গুরুতর আহত অবস্থায় সিএমএইচএ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ ঘটনার পর ইসিবি চত্বরে বিক্ষোভ করে নিহত শান্তর বন্ধু ও স্থানীয়রা। এতে কুর্মিটোলা থেকে ইসিবি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এনএনআর/

Exit mobile version