Site icon Jamuna Television

৮০৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা, সিআইডির মামলা

৮০৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা, সিআইডির মামলা

ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের হয়েছে। লোভনীয় অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ আদায়ের পর সেই অর্থ সরিয়ে ফেলার অভিযোগে এই মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বৃহস্পতিবার বনানী থানায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনসহ পাঁচজন ও তাদের তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘ধামাকা’ শপিং নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন পণ্যের লোভনীয় অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রির প্রলোভন দিয়ে গ্রাহকদের কাছ থেকে ৮০৩ কোটি টাকা আদায় করেন। পরে সেখান থেকে মালিক জসীম উদ্দিন ও তার প্রতিষ্ঠানের অন্যরা ১১৬ কোটি ৬৮ লাখ টাকা অন্য প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন।

এনএনআর/

Exit mobile version