Site icon Jamuna Television

মুদ্রাবাজারে ঊর্ধগতি

এক সপ্তাহ ধরে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত থাকলেও অন্যান্য মুদ্রার বিনিময়মূল্যে ছিল ঊর্ধ্বগতি। এনসিসি ব্যাংকের তথ্যমতে, মার্কিন ডলার লেনদেন হয়েছে ৮৫ টাকা ২৫ পয়সা দরে। রোববার ব্রিটিশ পাউন্ডের সর্বোচ্চ লেনদেন হয়েছে ১২০ টাকা ২৩ পয়সায়। আর সর্বনিম্ন বৃহস্পতিবার ১১৯ টাকা ৩৪ পয়সায়।

এদিকে ইউরো লেনদেন হয়েছে ১০২ টাকা ৭৫ পয়সা থেকে ১০৩ টাকা ৩২ পয়সার মধ্যে। সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৬৪ টাকা ৫৮ পয়সায় বিক্রি হয়েছে। ২০ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সার মধ্যে ওঠা-নামা করেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে।

রোববার সিঙ্গাপুর ডলার সর্বোচ্চ কেনাবেচা হয়েছে ৬৪ টাকা ৮০ পয়সায়। সপ্তাহজুড়েই অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে ২২ টাকা ৭৩ পয়সায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কানাডিয়ান ডলারের দাম। সর্বোচ্চ হাতবদল হয়েছে ৬৮ টাকা ০৮ পয়সায়। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৭ পয়সা।

Exit mobile version