Site icon Jamuna Television

দুর্বৃত্তদের হামলায় আহত বেরোবি শিক্ষক

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মজনুকে কুপিয়েছে দুর্বত্তরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) কারমাইকেল কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার মনিরুজ্জামান জানান, প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে আদর্শপাড়ার ভাড়া বাড়ি থেকে ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। পথে দুই দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মনিরুজ্জামান মজনুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ বলছে, হামলার শিকার শিক্ষকের মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে দুর্বত্তরা। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার কবিরের ওপর হামলা চালায় দুর্বত্তরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

Exit mobile version