Site icon Jamuna Television

রেললাইনের মাঝে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, নারীর মাথা বিচ্ছিন্ন

ছবি: প্রতীকী

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম যমুনা নিউজকে জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সে আখাউড়া স্টেশন এলাকায় ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই নারী স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পায়চারী করছিল। এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন তিনি।

ওসি জানান, উপস্থিত লোকজন ডাক-চিৎকার করেও তাকে রক্ষা করতে পারেনি। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই নারীর পরিচয় উদঘাটনে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউএইচ/

Exit mobile version