Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় নারী মেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নারী মেলা হয়েছে। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্ধোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (অব:) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সামসুল হকের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা নাজমীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন বাচিক শিল্পী মনির হোসেন ও রোকেয়া দস্তগীর। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

Exit mobile version