Site icon Jamuna Television

পানশিরের সব গুরুত্বপূর্ণ এলাকা এখন তালেবানের দখলে

ছবি: সংগৃহীত

পানশির উপত্যকাটি দখলের পর এর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে প্রতিরোধ যোদ্ধাদের সাথে তালেবানের লড়াই চলছিল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তালেবান জানায়, তাদের অভিযানের মুখে পিছু হটেছে বিরোধী দলের যোদ্ধারা।

এরপরই আহমেদ শাহ মাসুদের মাজার, ‘লায়ন অব পানশিরে’ ভাংচুর চালায় তালেবান। এর পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন ঘাঁটি এবং চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয় তারা।

এসময় ট্যাংক, স্বল্প পাল্লার কামানসহ বিপুল পরিমাণ অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান। তবে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রক্তপাত বন্ধ রাখার কথা জানিয়েছে তালেবান যোদ্ধারা।

Exit mobile version