Site icon Jamuna Television

যুদ্ধবিমানের পাখায় দোলনা, তালেবানের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বিশাল এক যুদ্ধবিমানের পাখায় দড়ি ঝুলিয়ে মনের আনন্দে দোল খাচ্ছে তালেবানের এক সদস্য। পেছন থেকে তাকে দোল দিচ্ছে অন্য একজন। আশপাশে দাঁড়িয়ে থাকা অন্য সদস্যরাও আনন্দে মাতোয়ারা। সম্প্রতি তালেবানের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিকের ক্যামেরায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ধরা পড়ে এ দৃশ্য। নিজের টুইটার অ্যাকাউন্টে এটি পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটির মন্তব্য ঘরে একজন লিখেছেন, শৈশবেই এদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছিল। তাই এখন শৈশবের দিনগুলোই উপভোগ করতে চাইছে তারা।

আরেক জনের মন্তব্য, ওদের নিয়ে হাসিঠাট্টা করার আগে একটু ভাবুন। যিনি দুলছেন, তিনি হয়তো ভবিষ্যতে দেশটির মন্ত্রী হবেন।

জানা গেছে, যে যুদ্ধ বিমানের পাখায় দোলনা বানিয়ে মনের আনন্দে ঝুলেছিল তালেবানের ওই সদস্য, সেগুলো আফগান বাহিনীর পরিত্যক্ত বিমান। কয়েক বছর আগেই সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে এই অবস্থাতেই বিমান ঘাঁটিতে পড়ে আছে বিমানগুলো।

অবশ্য তালেবানের এমন ‘শিশু সুলভ’ আচরণ এই প্রথম জনসম্মুখে আসেনি। এর আগেও এক শিশুপার্কে শিশুদের রাইডে লাফালাফি এবং খেলনা গাড়িতে অস্ত্র উঁচিয়ে তাদের উচ্ছাস প্রকাশের দৃশ্য দেখেছে বিশ্ব।

Exit mobile version