Site icon Jamuna Television

ম্যাচ শেষে যা বললেন সিরিজ সেরা কিউই অধিনায়ক

টম ল্যাথাম

বাংলাদেশ সফরে এসে এক ম্যাচ আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে নিউজিল্যান্ড। শুক্রবার শেষ ম্যাচে ২৭ রানের জয়ে সিরিজ শেষ করে (৩-২)।

শুক্রবার আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪/৮ রানে।

২৭ রানের জয়ে ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে হাস্যেউজ্জ্বল নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, শেষ ম্যাচে জয় পাওয়ায় খুব ভালো লাগছে। আজ আমরা নিখুঁত পারফরম্যান্সের কাছাকাছি এসেছি। এই জয়ে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি বাংলাদেশ থেকে পাকিস্তান সফরে গিয়ে আরো ভালো করতে পারব।

Exit mobile version