Site icon Jamuna Television

শরীরে অর্ধ কোটি টাকার সোনা পাচারকালে ঝিনাইদহে আটক ১

সোনা পাচারকালে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে পাচারকারী

ঝিনাইদহ প্রতিনিধি-
পাচারের সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন বিষয়টি শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিশ্চিত করেন।

শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

ডিবির ওসি আনোয়ার জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারি ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। ওই সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাশি করে রফিকুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি ৪২৫ গ্রাম সোনা। এই পরিমাণ সোনা অলঙ্কার আকারে চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি ওসি জানান, ১ কেজি ৪২৫ গ্রাম এই স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু পাথরও রয়েছে। সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের সোনা রয়েছে বলে জানানো হয়।

Exit mobile version