Site icon Jamuna Television

যা আলোচনা হলো শি-বাইডেন ফোনালাপে

শি জিন পিং ও জো বাইডেন।

চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং’র সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেন।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে টেলিফোনে আলোচনায় হয় এ দুই নেতার। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি ছিলো বাইডেনের সাথে চীনের সর্বোচ্চ নেতার দ্বিতীয় দফার ফোনালাপ। হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য।

এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক ইস্যুতে কৌশলগত আলোচনা করেন দুই নেতা। এছাড়াও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা দায়িত্বশীলতার সাথে সামাল দেয়ার প্রতিশ্রুতিও করেন তারা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে আলোচনা চালিয়ে যাবার বিষয়েও একমত হন বাইডেন-শি।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই উত্তেজনা চলছে বিশ্বের শক্তিধর এ দেশ দুটির মধ্যে। বাণিজ্য, গুপ্তচরবৃত্তি, ও করোনার বিস্তার নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছে দেশ দুটি।

/এসএইচ

Exit mobile version