Site icon Jamuna Television

ঠোঁট দেখেই নির্ণয় করা যাবে সুস্থতা

ছবি: সংগৃহীত।

শরীরের বিভিন্ন অঙ্গ দেখে মানুষের অভ্যন্তরীণ শারীরিক অবস্থা নির্ণয় করা অনেক প্রাচীন একটি পদ্ধতি। এখনো অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক এই পদ্ধতি অবলম্বণ করেন। তেমনি ঠোঁটের রং থেকে আমাদের শরীরের ভিতরে ধীরে বাড়তে থাকা নানা সমস্যার লক্ষণগুলি আগাম বোঝা সম্ভব। অর্থ্যাৎ ঠোঁটের রং বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা। আসুন জেনে নেই কোন রঙের ঠোঁট কোন শারীরিক সমস্যার লক্ষণ?

গোলাপি ঠোঁট

গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

সাদা বা ফ্যাকাশে ঠোঁট

ঠোঁটের রং যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। চিকিত্সকের পরামর্শ মেনে পাতে রাখুন আয়রন সমৃদ্ধ খাবার-দাবার।

ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ

যদি এমনটা দেখেন, সে ক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যথেষ্ট ঘাটতি হয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপের ফলেও এমনটা হতে পারে। এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সঙ্গে মাছ, ভাত, আলু, গাজর, আমন্ড ইত্যাদি পুষ্টিকর খাবার-দাবার নিয়মিত খেতে হবে।

গাঢ় লাল ঠোঁট

লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পায়।

Exit mobile version