Site icon Jamuna Television

কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অভিযুক্ত নকুল শীল

মানিকগঞ্জ প্রতিনিধি:

কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা হওয়ার পর শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন শীল নকুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরেছেন। তার হাত প্রতিদিন ম্যাসেজ করার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এজন্য প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে প্রতিবেশী এক দরিদ্র কলেজ ছাত্রীকে ঠিক করেন তিনি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাত ম্যাসেজ করে দিতে ওই কলেজ ছাত্রী নকুলের বাড়িতে যান। এসময় নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে বাড়িতে থাকা নকুলের স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে নানা কৌশল অবলম্বন করে নকুল।

ওই কলেজ ছাত্রীর মা জানান, ঘটনার পর নকুল শীল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন। কথা না শুনলে সমস্যা হবে বলে নানা হুমকি দেন। নকুল বলে থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না। সে অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতিপুর্বে আমাকেও কু প্রস্তাব দিয়েছিলো। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, একজন ভুক্তভোগী কলেজ ছাত্রী অভিযোগ করেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলে। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে। ঘটনা সত্য হলে, দলীয় ফোরামে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version