Site icon Jamuna Television

নতুন কমিটির পরিচিতি সভার আয়োজন করলো ছাত্র অধিকার পরিষদ

জাতীয় শহীদ মিনারে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ।

এসময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ৮ দফা প্রস্তাবনা তুলে ধরে।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাস্তায় থাকতে হবে। এ সময় কমিটির নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সদস্যপদ পাওয়া কোনও ক্ষমতা নয় বরং অনেক বড় দায়িত্ব।

/এসএইচ

Exit mobile version