Site icon Jamuna Television

স্ত্রীর অত্যাচারে ওজন কমলো ২১ কেজি! বিচ্ছেদ চেয়ে আদালতে যুবক

ছবি: প্রতীকী

স্ত্রীর মানসিক অত্যাচারে ওজন কমেছে তার। আগে ওজন ছিল ৭৪ কেজি। কিন্তু অত্যাচারের ফলে সেই ওজন কমে ৫৩ কেজিতে দাঁড়িয়েছে। স্ত্রীর মানসিক অত্যাচারে ২১ কেজি ওজন হারিয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন ভারতের হরিয়ানার এক যুবক। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ওই যুবক পেশায় ব্যাংককর্মী। ২০১২ সালে বিয়ে করেন এক শিক্ষিকাকে। তাদের একটি মেয়েও রয়েছে। যুবকের শারীরিক সমস্যা রয়েছে। কানে খুবই কম শোনেন তিনি।

আনন্দবাজার জানায়, নিম্ন আদালত ওই যুবকের আর্জি মঞ্জুর করলেও স্ত্রীর পাল্টা মামলায় এই ঝগড়া শেষমেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে পৌঁছায়। তবে হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখায় শেষমেশ স্ত্রীর থেকে মুক্তি মিললো যুবকের।

যুবকের অভিযোগ, বিয়ের কয়েক দিন পর থেকেই নানা অজুহাতে ঝামেলা শুরু করেন স্ত্রী। হঠাৎই মাথা গরম করে ফেলতেন। ফলে নিত্যদিন অশান্তি যেন রুটিন হয়ে গিয়েছিল। তিনি কখনওই কিছু বলতেন না এই ভেবে যে, একদিন সব ঠিক হয়ে যাবে, স্ত্রী নিজের ভুল বুঝতে পারবেন। কিন্তু তা আর হয়নি। উল্টো স্ত্রীর মানসিক অত্যাচার আরও বেড়ে গিয়েছিল বলে দাবি যুবকের।

২০১৬ সালে মেয়ে ও স্বামীকে ছেড়ে যান ওই নারী। সেই সঙ্গে অভিযোগ আনেন, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন কারণে তাকে অত্যাচার করতেন। আর সে কারণেই তাকে বাড়িছাড়া হতে হয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে বুঝতে পারেন আদালত। সব বিষয় খতিয়ে দেখার পরই আদালত রায় দেন, যা যুবকের পক্ষেই যায়।

ইউএইচ/

Exit mobile version