Site icon Jamuna Television

৪ দিনের অভিযান শেষে জেল পালানো ২ ফিলিস্তিনি গ্রেফতার

ছবি: সংগৃহীত

চারদিনব্যাপী অভিযান শেষে জেল পালানো দুই ফিলিস্তিনি বন্দিকে আবার গ্রেফতার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১০ সেপ্টেম্বর) নাজারেথ শহরে পুলিশের কাছে ধরা পড়ে তারা। খবর আলজাজিরার।

বাকি চার পলাতককে ধরতে এখনও চলছে অভিযান। তবে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এই ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। কারাগারের পাশাপাশি জোরদার করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। গাজা ও পশ্চিম তীরে সংঘাত ছড়ানোর আশঙ্কাও তাদের।

গত সোমবার (৬ সেপ্টেম্বর) উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার থেকে পালায় ছয় ফিলিস্তিনি বন্দি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় সরিয়ে নেয়া হয় সেখানকে অনেক বন্দীকে। পলাতক ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে ঘোষণা করেছে হামাস।

Exit mobile version