Site icon Jamuna Television

মেসি-রোনালদো নয়, আমিই বিশ্বসেরা: ইব্রাহিমোভিচ

ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার প্রশ্নে দ্বিধাবিভক্ত গোটা ফুটবল বিশ্ব। একজনের কাছে রোনালদো সেরা তো অন্যজনের চোখে মেসি। কিন্তু সুইডিশ তারকা জ্লাতন ইব্রাহিমোভিচ মনে করেন তিনিই বিশ্বসেরা। খবর গোল নিউজের।

পেশাদার ফুটবলে ২২ বছরে ৭ টি ভিন্ন ভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলা ইব্রা দক্ষতার বিচারে নিজেকে একচুলও পিছিয়ে রাখতে রাজি নন।

ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয়তো ব্যক্তিগত ট্রফিসংখ্যায় আমি তাদের থেকে পিছিয়ে থাকবো কিন্তু ফুটবল স্কিলে আমি তাদের থেকে কোন অংশেই কম নয়। আমি হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি কিন্তু এটা মনে রাখা উচিত এটি একটি দলগত ট্রফি। আর দলগত সাফল্যের কারণেই ব্যক্তিগত সাফল্য ধরা দেয়।

আমি ব্যালন ডি’অর মিস করিনা, ব্যালন ডি’অরই আমাকে মিস করে বলে করেন তিনি। তবে তিনি এও বিশ্বাস করেন, প্রত্যেক খেলোয়াড়েরই আলাদা স্বকীয়তা আছে। তাই একজনের সাথে আরেকজনের তুলনা করা পছন্দ নয় এই মিলান তারকার।

Exit mobile version