Site icon Jamuna Television

তালেবানের হাতে সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাই নিহত, দাফনে বাধা

রুহুল্লাহ আজিজি। সংগৃহীত ছবি

তালেবানের সাথে লড়াইয়ে নিহত হয়েছেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরোধ বাহিনীর নেতা আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজি। রুহুল্লাহর ভাতিজা এবাদুল্লাহ সালেহ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পানশিরের একটি পাহাড়ি এলাকায় লড়াইয়ের সময় তালেবান সদস্যদের গুলিতে নিহত হন তিনি। তার পরিবারের সদস্যদের অভিযোগ, রুহুল্লাহ আজিজিকে হত্যার পর তার মরদেহ দাফন করতে দেয়নি তালেবান। রুহুল্লাহর মরদেহ দাফন ছাড়াই পচে নষ্ট হোক, এমন মন্তব্য তালেবান করেছে বলেও জানান তার পরিবারের সদস্যরা।

দুইদিন আগে পানশির নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপরই উপত্যকাটি ছেড়ে পালিয়ে যান প্রতিরোধ বাহিনীর নেতা আমরুল্লাহ সালেহ এবং আহমেদ মাসুদ।

Exit mobile version