Site icon Jamuna Television

জাপা নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেফতার

নেত্রকোণায় জাপা নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে একটি ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেয়ার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের শমেস আলী মিস্ত্রীর ছেলে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে পূর্বধলা থানায় মামলাটি করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জসিম উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এমন পোস্টও দিয়েছিল। যার ফলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়।

ইউএইচ/

Exit mobile version