Site icon Jamuna Television

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায়

ছবি: প্রতীকী

চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ করোনার টিকা নিয়ে দেশে এসে পৌঁছালো বিমান বাংলাদেশের ফ্লাইট।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় টিকা রিসিভ করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডাক্তার শামসুল হক। আগামী সপ্তাহে আরও সিনোফার্মের টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিকা আসার এ খবর জানান।

উল্লেখ্য, ১২ মে প্রথমবার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসাবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। এছাড়া চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে ৩ জুলাই। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আসে ২০ লাখ টিকা। আরও কয়েক দফায় চীন থেকে টিকা এসেছে।

ইউএইচ/

Exit mobile version