Site icon Jamuna Television

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মানিব্যাগ-মোবাইল ও হামলায় ব্যবহৃত চাপাতি।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনায় আলাদা দুটি মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। এরপরই রিফাত নামের একজনকে নগরীর বাবুপাড়া বিস্কুট মোড় থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেখিয়ে দেয়া স্থান থেকে মোবাইল, মানিব্যাগ ও টাকা উদ্ধার করা হয়। বাকিদের ধরতে সাড়াশি অভিযান চলছে।

শুক্রবার তিন ঘণ্টার ব্যবধানে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মজনু এবং তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার মুরাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নিয়ে যায় মোবাইল ও মানিব্যাগ। এ ব্যাপারে দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করবে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version