Site icon Jamuna Television

আইসিইউতে পেলে, অস্ত্রোপচার সম্পন্ন

ছবি: সংগৃহীত

আইসিইউ-তে আছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা পেলে। নিয়মিত চেকআপের সময় তার টিউমার ধরা পড়ায় গত ৩১ আগস্ট থেকেই চিকিৎসাধীন ছিলেন পেলে। এখন অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি বাদ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে তা ক্যানসারে রূপ নিয়েছে কিনা তা জানা যায়নি। খবর এনআরপির।

পেলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে পেলের। শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল। সুস্থতার কথা নিজেই নিশ্চিত করেছেন কিংবদন্তি এই খেলোয়াড়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, বন্ধুরা, আমি প্রতিদিন আরও একটু করে সুস্থ হয়ে উঠছি। আশা করি দ্রুতই খেলার মাঠে নামবো। তবে তার আগে সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় লাগবে।

অসুস্থ থাকাকালীন তার জন্য ভক্তদের ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান পেলে। লেখেন, এখানে থাকা অবস্থায় নিজের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের সুযোগ পাচ্ছি। আশা করি, আবারও একসাথে দেখা হবে আমাদের।

/এসজেড

Exit mobile version