Site icon Jamuna Television

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলায় মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়ার তলব

সংগৃহীত ছবি

আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। খবর আল জাজিরার।

রুশ বার্তা সংস্থাগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া তলব করলে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ২০ মিনিট অবস্থানের পর মন্ত্রণালয় ত্যাগ করেন তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত জন সুলিভান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের মধ্যে বৈঠক হয়েছে। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য সেটিই বলা হয়েছে।

Exit mobile version