Site icon Jamuna Television

৯/১১ থেকে আফগানিস্তান যুদ্ধ: ছবিতে মানবিক বিপর্যয়ের ইতিহাস

১১ সেপ্টেম্বর, ২০০১ সাল, নিউ ইয়র্ক। ছবি: সংগৃহীত

আজ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর দেশটিতে একসাথে চারটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মাঝে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে। আক্রান্ত হয় পেন্টাগন। এসব হামলায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ। আহতের সংখ্যা অনেক বেশি। ১০ বিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হয়। আর ধারাবাহিকতায় আসে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান হামলা, কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। মানবিক বিপর্যয়ের এই ধারা চলছে এখনো। সারেনি নাইন ইলেভেনের ক্ষত।

ছবিতে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে আমেরিকা থেকে আফগানিস্তানে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের ইতিহাস।

মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ অ্যান্ড্রু কার্ড জানাচ্ছেন সন্ত্রাসী হামলার কথা। ছবি: সংগৃহীত
আক্রান্ত ভবন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়েছেন একজন মানুষ। ছবি: সংগৃহীত
ধ্বংসাবশেষে একজন অগ্নিনির্বাপনকর্মী আরও সাহায্যের আবেদন জানাচ্ছেন। ছবি: সংগৃহীত
হামলার শিকার পেন্টাগন। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষে প্রেসিডেন্ট বুশ। ছবি: সংগৃহীত
বাগরাম বিমানবন্দরের কাছে তালেবানের অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীর হামলা। ছবি: সংগৃহীত
তালেবান বিরোধী আফগান যোদ্ধারা তোরাবোরা পাহাড়ে মার্কিন বাহিনীর হামলা প্রত্যক্ষ করছে। ছবি: সংগৃহীত
তালেবান শাসনের সমাপ্তিতে ৫ বছর পর জনসম্মুখে বেরিয়েছেন এক আফগান নারী। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফগানিস্তানে মার্কিন মেরিন ইউনিট। ছবি: সংগৃহীত
নাইট ভিশন ক্যামেরায় দেখা যাচ্ছে, কান্দাহারে আটক করা হয়েছে আফগানদের। ছবি: সংগৃহীত
কাবুলে নিজ ঘরে পড়াশোনা করছে এক আফগান শিশু। ছবি: সংগৃহীত
মার্কিন সেনা জর্জ অ্যাভিনো হিসেব রাখছেন তার মর্টার টিমের কতজন সদস্য মারা গেছেন। ছবি: সংগৃহীত
টুইন টাওয়ার হামলার এক বছর পূর্তিতে নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করছেন ৫০০ নাবিক ও মেরিন সেনা। ছবি: সংগৃহীত
বাগদাদে ভয়াবহ মার্কিন হামলা। ছবি: সংগৃহীত
মার্কিন নেভির চিকিৎসক রিচার্ড বার্নেটের কোলে একজন আহত শিশু। ছবি: সংগৃহীত
ঘরে চলছে মার্কিন সেনাদের তল্লাশি, বাইরে ভীত সন্ত্রস্ত এক তরুণী। ছবি: সংগৃহীত

/এম ই

Exit mobile version