Site icon Jamuna Television

ইংরেজি মাধ্যমের সকল শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিতের দাবি

ইংরেজি মাধ্যমের সকল শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিতের দাবি ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের।

ইংরেজি মাধ্যমের সকল শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিতের দাবি জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এসময় অভিভাবকরা প্রথমে ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থী এবং দ্বিতীয় ধাপে ১২ বছরের নিচের শিশুদের ভ্যাকসিন দেয়ার দাবি জানান। তবে ২০২২ সালে জানুয়ারির আগে প্লে, নার্সারি এবং কেজির ক্লাস শুরু না করার অনুরোধ করেন অভিভাবকরা।

ভ্যাকসিন নিশ্চিত করে ধাপে ধাপে স্কুল খোলার আহ্বান জানান তারা। এসময় টিউশন ফি ৩০-৫০ শতাংশ কমানোর দাবি করেন ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক।

Exit mobile version