Site icon Jamuna Television

৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ডুবে গেছে দিল্লির বিমানবন্দর

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে ভারি বর্ষণের কারণে পানিতে ডুবে গেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ইতোমধ্যে ভারি বর্ষণের কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আকস্মিক ভারি বৃষ্টির কারণে বিমানবন্দরে পানি জমে গিয়েছিল। বর্তমানে এ সমস্যার সমাধান করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

Exit mobile version