Site icon Jamuna Television

লঙ্কানদের হারিয়ে এগিয়ে গেলো প্রোটিয়ারা

রানআউট হচ্ছেন আভিষ্কা ফার্নার্দো। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ২৮ রানে হারিয়ে এগিয়ে গেলো প্রোটিয়ারা।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার করা ৫ উইকেটে ১৬৩ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় প্রোটিয়ারা। কুইন্টন ডি ককের ৩৬ আর রিজা হেনড্রিক্সের ৩৮ রানের পর দলের হাল ধরেন মার্করাম। তার ৪৮ রানে ভর করে লড়াই করার মত পুঁজি পায় দক্ষিন আফ্রিকা। শেষ দিকে ডেভিড মিলারের ২৬ রানে ৫ উইকেটে ১৬৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে আভিষ্কা আর ভানুকার উইকেট হারায় শ্রীলঙ্কা। এক প্রান্তে দিনেশ চান্ডিমাল হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ রানে অপরাজিত থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। রোববার (১২ সেপ্টেম্বর) সিরিজের ২য় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Exit mobile version