Site icon Jamuna Television

মুক্তামনির হাত এখন টিউমারমুক্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়েছে আজ মঙ্গলবার। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অস্ত্রোপচার চলে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, এবারের অস্ত্রোপচারের পর মুক্তামণির হাতে কোনো টিউমার নেই। সব টিউমার অপসারণ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, আজ মুক্তামনিকে চার ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ১২ আগস্ট। সে সময় মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। দ্বিতীয় দফায় ২৯ আগস্ট তার হাতে অস্ত্রোপচার করা হয়।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। যমুনা টেলিভিশনে প্রথম প্রতিবেদন প্রকাশের পর গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

/কিউএস

Exit mobile version