Site icon Jamuna Television

ভিকির সাথে ক্যাটরিনার বাগদানের গুঞ্জন

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জুটি ক্যাটরিনা- ভিকি। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন চললেও এবার সেই গুঞ্জন আরও এক মাত্রা উপরে উঠে তাদের বাগদানে নিয়ে গেলো। আর এই বাগদানের গুঞ্জনটি উঠিয়েছে ভিকির ভাই সানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাগদানের খবরটি শোনা মাত্রই পরিবারের সদস্যরা এটি নিয়ে হাসাহাসি শুরু করেন। এই সময় ভিকি জিমে ছিলো। ও( ভিকি) ফিরলে তাকে খোঁচা দিয়ে মিষ্টি খাওয়াতে বলেন বাবা। ভিকিও পাল্টা উত্তরে জানান, বিয়ে যেমন কল্পনায় হচ্ছে, মিষ্টিও কল্পনাতেই খেতে হবে। এক কথায়, বাগদানের গুঞ্জনটি ভিকির পরিবারে হাসির খোরাক জুগিয়েছিল।

কফি উইথ করন টক শো’র ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু হয়। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। একসাথে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন এই জুটি। 

Exit mobile version