Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে টানা সিরিজ জয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

ছবি: বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেইজ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দুর্দান্ত জয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার ও তার স্ত্রী ক্যাথি হ্যারিংটন বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেইজে শনিবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।

পোস্টে তিনটি ছবি আপলোড করা হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, টাইগারদের জয়ে সাকিব আল হাসানের সাথে উচ্ছ্বাস প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। অন্য একটিতে সাকিব ও জেরেমি ব্রুয়ার সাথে দাঁড়িয়ে আছেন হাই কমিশনারের স্ত্রী ক্যাথি হ্যারিংটন। অন্য ছবিতে দেখা গেছে, সাকিব ও জেরেমি ব্রুয়ার সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর কিউইদের বিপক্ষেও কিউইদের ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

Exit mobile version