Site icon Jamuna Television

ম্যানচেস্টার টেস্ট বাতিলে ইংল্যান্ডের ক্ষতি ৪৫০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

ভারত এবং ইংল্যান্ডের শেষ টেস্ট বাতিল হওয়ায় ৪০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি টাকায় ৪৫০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড।

এর মধ্যে ৩৩০ কোটি টাকা ব্রডকাস্টারদের কাছ থেকে এবং বাকি অংশ আসতো টিকিট বিক্রি করে। আর এই ক্ষতির হাত থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)কে রক্ষা করতে একটি আলাদা টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এ খবর নিশ্চিত করেছে ইসিবি।

২০২২ সালের জুলাই মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে আবারও ইংল্যান্ড যাবে ভারত। আর তখনই ম্যানচেস্টারে বাতিল হওয়া টেস্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

Exit mobile version