Site icon Jamuna Television

আফগান নারীদের খেলার অধিকার কেড়ে নেয়ায় টিম পেইনের জোরালো প্রতিবাদ

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নারী ক্রিকেটারদের খেলার অধিকার কেড়ে নেয়ায় জোরালো প্রতিবাদ জানিয়েছেন টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানকে বয়কটের আবেদন করেছেন তিনি।

তালেবান সরকারের এমন হঠকারি সিদ্ধান্তে বাতিল হতে পারে আফগানদের টেস্ট মর্যাদা। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি আইসিসি।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন কড়া সমালোচনা করেছেন তালেবান সরকারের। বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সাথে খেলতে অস্বীকৃতি জানাতে পারে বিভিন্ন দেশ। আইসিসি সিদ্ধান্ত না জানালেও বিভিন্ন দেশ যদি আফগান ক্রিকেটারদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে, তবে তাদের পক্ষে বিশ্বকাপ খেলা অসম্ভব হয়ে পড়বে।

টিম পেইন আরও বলেন, নারীদের ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেয়ার বিষয়কে মানবিক দৃষ্টিকোণ থেকেই আমি মানতে পারছি না। আমি মনে করি না এমন কোনো দেশের সাথে আমরা খেলতে পারি যারা তাদের অর্ধেক জনসংখ্যার অধিকারকে মুছে ফেলতে চায়।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে, আফগান নারীদের ক্রিকেট খেলা যদি বন্ধ করে দেয় তালেবান, তা হলে আফগান পুরুষ দলের বিপক্ষে এ বছরের ২৭ নভেম্বরে হোবার্টে পূর্বনির্ধারিত টেস্ট ম্যাচটি তারা খেলবে না।

/এম ই

Exit mobile version