Site icon Jamuna Television

মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তি হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সরাইল ফায়ার সার্ভিস ও কিশোরগঞ্জ ডুবুরি দল ১২ ঘণ্টা যৌথ চেষ্টায় পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেন। নিহতের নাম মো. কামরুল মিয়া (২২)। সে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।

সরাইল ফায়ার সার্ভিসে দায়িত্বপ্রাপ্ত মো. আশরাফুল বলেন, মৃত কামরুল মিয়া হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে নৌকা থেকে নিখোঁজ হয়ে যায়। সে স্থানীয় জেলে ছিল।

Exit mobile version