Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা

ছবি: সংগৃহীত

খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা শাহির শেখের তথ্য অনুযায়ী ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজন শেষ হলেই চলতি বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। গত তিন বছরের সঙ্গী ভিকি জৈনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

পবিত্র রিশতা সিরিয়ালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কাজ করে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন এই জুটি। এছাড়াও সুশান্তের সাথে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। তাই সুশান্তের মৃত্যুর পর তার মৃত্যুর সঠিক বিচারের জন্য বহুবার আওয়াজ তোলেন। পাশাপাশি সুশান্তের ব্যাপারে অনেক তথ্য সামনে আনেন।

সম্প্রতি শুরু হয়েছে পবিত্র রিশতা সিরিয়ালের দ্বিতীয় পর্ব। বর্তমানে আবারও সেই একিই অভিনেতারা কাজ করলেও নেই শুধু সুশান্ত। তার স্থানে এবার অভিনয় করছেন শাহির। তিনিই এক সাক্ষাৎকারে বলে ফেলেন অঙ্কিতার বিয়ের কথা। মুখ ফসকে বেরিয়ে যেতেই অঙ্কিতা তাকে বাঁধা দেন।

পবিত্র রিশতা সিরিয়ালে পরিচয় হওয়া সুশান্তের সাথে টানা ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। এরপর অভিনেতা বড়পর্দায় পা রাখার পরপরই ভেঙে যায় তাদের সম্পর্ক। সুশান্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে এবং ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা।

Exit mobile version