Site icon Jamuna Television

‘সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে সরকার’

দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সবার ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ সেপ্টেম্বর) নতুন পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন করার ফলে গ্রামের সাধারণ মানুষও এর সুবিধা পাচ্ছে। বৈষম্য দূর হচ্ছে। এটাই আমাদের লক্ষ্য। যে কোনো প্রকল্প গ্রহণ করলে পরিবেশের দিকে বিশেষভাবে নজর রাখা হয় বলে জানান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ যারা ব্যবহার করেন তাদের সাশ্রয়ী হতে হবে। তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে অনুরোধ করেন। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। এ খাতে অনেক ভর্তুকি দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version