Site icon Jamuna Television

খেলার মাঠ থেকে বল নিয়ে পালালো একটি কুকুর (ভিডিও)

অল-আয়ারল্যান্ডের নারী ক্রিকেট টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচের মাঠে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। চলমান টুর্নামেন্টে ব্রেডি ক্রিকেট ক্লাব এবং সিভিল সার্ভিস নর্থ আয়ারল্যান্ড ক্রিকেট ক্লাবের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একটি কুকুর হঠাৎ মাঠে ঢুকে পড়ে। এরকমই একিটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

ভিডিওটিতে দেখা যায়, কুকুরটি শুধু মাঠে ঢুকেই ক্ষান্ত হয়নি, সে বলটি কামড়ে ধরে মাঠের মধ্যে খানিকক্ষণ দৌড়ে বেড়িয়েছে। যেন বলটি সে কাউকে দিতে চায় না। আর তাকে তাড়া করছেন তিনজন খেলোয়াড়। তবে শেষপর্যন্ত তাদের ক্ষান্ত দিতে হয়েছে। কেউ ধরতে পারেননি কুকুরটিকে। পরে কুকুরটি একজন ব্যাটারের কাছে গিয়ে বলটি দিয়ে দেয়। খেলার নবম ওভারের চতুর্থ বলের সময় ঘটেছে এই ঘটনা।

ম্যাচটি ১২ ওভারে বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়। ব্রেডি ক্রিকেট ক্লাবের ৭৫ রানকে তাড়া করতে গিয়ে পরে সিভিল সার্ভিস নর্থ আয়ারল্যান্ড ক্রিকেট ক্লাব ৬৩ রান সংগ্রহ করেছিল।

Exit mobile version