Site icon Jamuna Television

টিকটকে ভাইরাল হতে সন্তানদের ভয় দেখান মা, বিচ্ছেদের নোটিশ পাঠালো বাবা

ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এখন সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। টিকটকে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো এবং পরিচিতি অর্জন করার লক্ষ্যে নানা অঙ্গভঙ্গি ও অযৌক্তিক ভিডিও তৈরিতে মেতে আছে ব্যবহারকারীরা। একই কারণে এবার ঘর ভাঙছে লন্ডনের এক দম্পতির। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি লন্ডনের এক যুবক অভিযোগ করেছেন, তার স্ত্রী টিকটকে জনপ্রিয় হতে ৬ বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে নিয়মিত ভূত সেজে এবং নানাভাবে ভয় দেখায়। অনেক সময় মাঝরাতে তাদের ঘুমের মধ্যেও তার স্ত্রী সন্তানদের ভয় দেখায় বলে অভিযোগ করেন তিনি। বলেন, অনেকবার নিষেধ করার পরও কথা শোনে না স্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টিকটকে স্ত্রী মারাত্মকভাবে আসক্ত বলে দাবি করেন ওই যুবক। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তিনি। এই কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছে ওই যুবক। সেখানে বেশিরভাগ মানুষই তার পক্ষে কথা বলেছে এবং এ সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করছে অধিকাংশ নেটাগরিক।

/এসজেড

Exit mobile version