Site icon Jamuna Television

নুসরাতকে ভুলে মডেলিংয়ে নিখিল জৈন

নুসরাতকে ভুলে মডেলিংয়ে নিখিল জৈন

ছবি: সংগৃহীত

নুসরাত জাহানকে ভুলে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন নিখিল জৈন। কলকাতার ব্যবসায়ী এবার মজেছেন মডেলিংয়ে। নিজের পোশাক বিপণির জন্য পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। সেই ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। খবর সংবাদ প্রতিদিনের।

পরিবর্তনই আসল খেলা। এই বার্তা দিয়ে নিজের কোম্পানির নতুন পোশাকের সম্ভার প্রকাশ্যে আনছেন নিখিল। তা পরেই ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। হ্যাশট্যাগে দিয়েছেন নতুন শুরুর বার্তা।

নিখিলের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে করেন নুসরাত জাহান। সেই বিয়ের আসর ছিল দেখার মতো। বিয়ে সেরে দেশে ফিরে নিখিলের সঙ্গে সুখের সংসার শুরু করেন। এরপর নিখিলের সঙ্গে মিলে ‘ইউভ’ নামের পোশাকের কালেকশন লঞ্চ করেছিলেন নুসরাত। ঘটা করে তার প্রচার হয়েছিল। নিখিল-নুসরাতের পাশে মার্জার সরণিতে হেঁটেছিলেন মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার। সেসব এখন সবই স্মৃতি।

২০২০ সালের পুজার পর থেকেই নিখিল-নুসরাতের সম্পর্কের ভাঙনের কথা শোনা যায়। রটনা এই ক্ষেত্রে ঘটনায় পরিণত হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নুসরাতের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নিখিল।

এদিকে নুসরাত জানান, তার ও নিখিলের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। ফলে তাদের বিয়ে হয়নি। নিখিলের সঙ্গে তিনি ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। এর মধ্যেই নুসরাতের মা হওয়ার খবর শোনা যায়।

নিখিল জানিয়ে দেন, তিনি নুসরাতের সন্তানের বাবা নন। এর পরই নুসরাতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর নাম শোনা যায়।

এনএনআর/

Exit mobile version