Site icon Jamuna Television

স্কুলের পরিবেশ মানসম্মত না হওয়ায় শিক্ষা অধিদফতরের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ মান সম্মত না হওয়ায় শিক্ষা অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত আর অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুল পরিদর্শনে গিয়ে সাময়িক বরখাস্তের এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে।

তিনি বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকম সমস্যা আছে বলে জানান; তাহলে আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

ইউএইচ/

Exit mobile version